চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণ বন্ধের দাবি জানিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। এজন্য আগামীকাল শনিবার (২৫ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তারা। শুক্রবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে চমেক হাসপাতালের প্রশাসন ও পরিচালকের কাছে এই দাবি জানান ইন্টার্ন ডক্টরস কাউন্সিল (২০২৪-২৫)।
বিজ্ঞপ্তিতে ইন্টার্ন চিকিৎসকরা বলেন, আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিছু মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন ওয়ার্ডে প্রশিক্ষণ নিচ্ছেন। এটি অত্যন্ত উদ্বেগজনক বিষয়, কারণ তাদের পর্যাপ্ত যোগ্যতা এবং দক্ষতার অভাবের কারণে রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে। তারা রোগীদের চিকিৎসা করার চেষ্টা করছেন, যা সম্পূর্ণ অনভিপ্রেত এবং মারাত্ম ক্ষতির কারণ হতে পারে।
চমেক-হার মতো একটি আন্তর্জাতিকমানের এবং তৃতীয় স্তরের চিকিৎসা প্রতিষ্ঠানকে কোনভাবেই মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের প্রশিক্ষণের জন্য ব্যবহার করা যাবে না। এই ধরনের কার্যক্রম কেবলমাত্র হাসপাতালের সুনাম ক্ষুন্ন করছে এবং ভবিষ্যতে এই প্রশিক্ষণের অপব্যবহার হওয়ার আশঙ্কাও বাড়াচ্ছে। ইতোপূর্বে ইন্টার্ন ডক্টরস কাউন্সিলের পক্ষ থেকে এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোন সন্তোষজনক পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
বিজ্ঞপ্তি ইন্টার্ন চিকিৎসকরা আরও বলেন, এমন পরিস্থিতিতে আমরা চমেকহা প্রশাসন ও হাসপাতাল পরিচালকে কঠোরভাবে জানাচ্ছি, চমেক হাসপাতালে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের সমস্ত প্রশিক্ষণ কার্যক্রম শনিবার (২৫ জানুয়ারি) রাত ১২টার মধ্যে বন্ধ করতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে যদি কোন পদক্ষেপ গ্রহণ করা নয়, তাহলে পরিস্থিতি মোকাবেলায় কঠোর পদক্ষেপ নিতে তারা বাধ্য হবেন। রোগীদের নিরাপত্তা ও হাসপাতালের সুনাম রক্ষার জন্য এই বিষয়টির দ্রুত নিষ্পত্তির দাবি জানান ইন্টার্ন চিকিৎসকরা।
আরও পড়ুন