বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)
বিগত আওয়ামী লীগ আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়া ১৩ চিকিৎসকের পোস্ট গ্রাজুয়েশন কোর্সে ভর্তির বয়সসীমা শিথিল করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। ৫২ বছরের বদলে ৫৭ বছর বয়স পর্যন্ত রেসিডেন্সি এমডি-এমএস ফেজ-এ কোর্সের ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবেন বিভিন্ন সময়ে অনুত্তীর্ণ বিএসএমএমইউর এসব মেডিকেল অফিসার ও গবেষণা সহকারী।
মঙ্গলবার (২১ জানুয়ারি) এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অধ্যাপক নজরুল ইসলাম এতে সই করেন। অফিস আদেশে বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ে কর্মরত ২০০৩ থেকে ২০০৬ সালে নিয়োগপ্রাপ্ত বৈষম্যের শিকার গবেষণা সহকারী ও চিকিৎসকদের বিষয়ে কমিটির সুপারিশ অনুযায়ী রেসিডেন্সি কোর্সে ভর্তির বয়সসীমা ৫২ বছরের স্থানে ৫৭ বছর নির্ধারণ করা হয়েছে। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত নিয়োগকৃত বর্তমানে বিশ্ববিদ্যালয়ে কর্মরত মেডিকেল অফিসার ও গবেষণা সহকারীরা এই সুযোগ পাবেন।
গত বছরের ৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৭২তম সভা এবং ১২ ডিসেম্বর ৯৪তম সিন্ডিকেট সভায় বৈষম্যের শিকার চিকিৎসকদের বয়সসীমা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গত ৮ জানুয়ারি এক অফিস আদেশে ক্ষতিগ্রস্ত চিকিৎসকদের তিন কর্মদিবসের মধ্যে যোগাযোগ করতে বলা হয়।
উল্লেখ্য, রেসিডেন্সি ভর্তি পরীক্ষায় অনুত্তীর্ণ চিকিৎসকরা গত বছরের ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল (তৎকালীন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব) কনভেনশন সেন্টারে ৯৪তম সিন্ডিকেট সভা চলাকালে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমসহ সিন্ডিকেট সদস্যদের অবরুদ্ধ করেন। ওই দিন বিভিন্ন সময়ে এমডি-এমএস কোর্সে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য ১৩ চিকিৎসক বঞ্চিত বিবেচনায় ভর্তির সুযোগ দেওয়ার দাবি জানান।
আরও পড়ুন