কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগ পেলেন অধ্যাপক ডা. মো. সোহেল বকস
কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসাবে নিয়োগ পেলেন অধ্যাপক ডা. মো. সোহেল বকস। মঙ্গলবার (২১ জানুয়ারি) জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে ফিজিওলজি বিভাগের অধ্যাপক (চলতি দায়িত্ব) হিসেবে পদোন্নতিসহ তাঁকে নতুন পদে নিয়োগ দেয়া হয়েছে। ইতোপূর্বে তিনি একই মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব দূর-রে নেওয়াজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলি/পদায়নকৃত কর্মকর্তা আগামী ৭ কর্মদিবসের মধ্যে যোগদান করবেন। অন্যথায় ৭ কর্মদিবসে তাৎক্ষণিক অবমুক্ত হিসেবে গন্য হবেন। বদলি/পদায়নকৃত কর্মকর্তা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন। যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভ ইন হবেন। বর্ণিত কর্মকর্তা যোগাদানের পর পিডিএস আপডেট করবেন। পদায়নকৃত কর্মকর্তার যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার ইমেইলে প্রেরণ করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন