বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির আহ্বায়ক ডা. মো. আবুল কেনান ও সদস্য সচিব ডা. এরফানুল হক সিদ্দিকী
বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটির সাধারণ সভায় সদস্যদের উপস্থিতিতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনবার্সন প্রতিষ্ঠান (নিটোর) এর কনফারেন্স রুম-২ এ সোসাইটির আহ্বায়ক কমিটি ও ৩৮তম কনফারেন্স আয়োজক কমিটি-২০২৫ গঠন করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) নবগঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেলেন ডা. মো. আবুল কেনান। কমিটির সদস্য সচিব হয়েছেন বিএসএমএমইউ এর পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. এরফানুল হক সিদ্দিকী।
কমিটির যুগ্ম আহ্বায়ক হলেন- ডা. শাহ মু. আমান উল্লাহ, ডা. সৈয়দ জাকির হোসেন বিপ্লব, ডা. জিএম জাহাঙ্গীর হোসেন, ডা. শেখ ফরহাদ, ডা. আবু আউয়াল শামীম, ডা. সিরাজুস সালেহীন, ডা. মো. আলমগীর হোসেন জনি, ডা. জামাল উদ্দিন আহমদ।
কোষাধ্যক্ষ হয়েছেন ডা. মো. জহির উল ইসলাম।
অপরদিকে ৩৮তম বাংলাদেশ অর্থোপেডিক সোসাইটি কনফারেন্স আয়োজক কমিটি-২০২৫ এর চেয়ারম্যান হয়েছেন ডা. ওয়াকিল আহমেদ এবং সেক্রেটারি হলেন ডা. মো. মিজানুর রহমান।
সভায় পরবর্তীতে দ্রুততম সময়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।
আরও পড়ুন