Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


বার্ড ফ্লু ভ্যাকসিন উৎপাদনে মডার্নাকে ৫৯০ মিলিয়ন ডলার দিচ্ছে মার্কিন স্বাস্থ্য বিভাগ

Main Image

বার্ড ফ্লু ভ্যাকসিন উৎপাদনে মডার্নাকে ৫৯০ মিলিয়ন ডলার দিচ্ছে মার্কিন স্বাস্থ্য বিভাগ


এমআরএনএ বার্ড ফ্লু ভ্যাকসিনের অগ্রগতিসহ ইনফ্লুয়েঞ্জার বিরুদ্ধে ভ্যাকসিন উৎপাদন ত্বরান্বিত করতে মডার্নাকে ৫৯০ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে মার্কিন স্বাস্থ্য বিভাগ। সূত্রঃ এএফপি 

 

প্রকাশিত খবরে বলা হয়েছে, শুক্রবার (১৭ জানুয়ারি) স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ (এইচএইচএস) এক বিবৃতিতে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র যাতে অন্যান্য উদীয়মান সংক্রামক রোগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আরো ভালোভাবে প্রস্তুত হয় সেই লক্ষ্যে এই তহবিল মডার্নাকে ‘এমআরএনএ প্ল্যাটফর্মের সক্ষমতা বাড়াতে’ সাহায্য করবে। এই তহবিল ২০২৪ সালের জুলাই মাসে প্রদত্ত ১৭৬ মিলিয়ন মার্কিন ডলারের অতিরিক্ত।

 

বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্র সরকার উদীয়মান জৈব-হুমকির বিরুদ্ধে মেসেঞ্জার আরএনএ (এমআরএনএ) ভ্যাকসিন বিকাশের জন্য বেসরকারি এবং সরকারি ল্যাবরেটরিগুলির একটি কনসোর্টিয়ামের জন্য ২১১ মিলিয়ন ডলারের নতুন তহবিল ঘোষণা করেছে।

 

অতীতের বার্ড ফ্লু ভেরিয়েন্টগুলো মানুষের জন্য অপ্রত্যাশিত এবং বিপজ্জনক ছিলো।

 

সচিব জেভিয়ের বেসেররা বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কথা উল্লেখ করে বলেন, বাইডেন-হ্যারিস প্রশাসন এবং এইচএইচএসের জন্য বরাদ্দের ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

আরও পড়ুন