Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


শিশুমৃত্যুর অভিযোগে ভুয়া চিকিৎসককে পুলিশে দিল জনতা

Main Image

বগুড়ার শেরপুরে নওশিন নামের ১৪ মাসের এক মেয়ে শিশুর মৃত্যুর অভিযোগে জাবেদ ইকবাল বাবু নামের এক ভুয়া চিকিৎসককে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা


বগুড়ার শেরপুরে নওশিন নামের ১৪ মাসের এক মেয়ে শিশুর মৃত্যুর অভিযোগে জাবেদ ইকবাল বাবু নামের এক ভুয়া চিকিৎসককে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে পৌর শহরের রামচন্দ্রপুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর স্বজনদের অভিযোগ, ভুয়া চিকিৎসক জাবেদ ইকবালের দেয়া অপচিকিৎসায় নওশিন মারা যায়।


জাবেদ ইকবাল বাবু ফেনীর ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আব্দুল কাশেমের ছেলে। নিহত শিশু বিশালপুর ইউনিয়নের নাইশিমুল এলাকার নবীন উদ্দিনের মেয়ে।


নিহত শিশুর বাবা নবীন উদ্দিন জানান, বুধবার দুপুরে তার মেয়ের জ্বর আসে। তখন রামচন্দ্রপুরপাড়া ডা: জাবেদ ইকবাল বাবুর চেম্বারে নিয়ে তিনি চিকিৎসা দেন। ফলোআপের জন্য পরের দিন বৃহস্পতিবার আসতে বলে।


‘তার কথা মতো আজ ডাক্তারের কাছে আনা হয়। এ সময় শ্বাসকষ্ট আছে এ কথা বলে একটি ইনজেকশন দেয়। এরপর নওশীনের শারীরিক অবস্থার অবনতি ঘটে। ডাক্তার জাবেদ ইকবাল বাবু তখন হাসপাতালে নেওয়ার কথা বলে। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।’

 

নবীন উদ্দিন আরো বলেন, আমার মেয়ের সামান্য জ্বর নিয়ে আসলাম। ভুল চিকিৎসায় আমার মেয়ে নাওশিনের মৃত্যু হয়েছে। তার চেম্বারেই মারা গেছে।


এ বিষয়ে জাবেদ ইকবাল বাবু ইনজেকশন দেওয়ার কথা স্বীকার করে জানান, ওই শিশু আমার এখানে চিকিৎসা নিয়েছে। ২-৩ মিনিটের মধ্যেই খুব শ্বাসকষ্ট হচ্ছিল, এ জন্য শিশুকে তখন হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সে সময় শিশুর খিঁচুনি ছিল। হয়তো রাস্তার মধ্যে মারা গেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, এই ঘটনার পর জাবেদ ইকবালের চিকিৎসক নিবন্ধনের খোঁজ করা হয়। কিন্তু তার সেই নিবন্ধন নম্বর নেই। এ বিষয়ে জানতে চাইলে জাবেদ ইকবাল বাবু জানান যে তিনি কলকাতায় ডাক্তারি পড়ালেখা করেছেন।


এ বিষয়ে জানতে চাইলে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা ডা. সাজিদ হাসান লিংকন জানান, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) রেজিস্টার্ড না হলে আইন অনুযায়ি ভুয়া ডাক্তার। তবে জাবেদ ইকবাল বাবু একটি শিশুকে চিকিৎসা দিয়েছেন সেই মৃত্যুর খবর শুনেছি। যদি ওই চিকিৎসক ভুয়া হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন