Advertisement
Doctor TV

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫


বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করার দাবিতে মানববন্ধন রোববার

Main Image

৪৭তম বিসিএস পরীক্ষায থেকেই চিকিৎসকদের বয়সসীমা পূর্বের ন্যায় দুই বছর বৃদ্ধি পূর্বক ৩৪ বছর করা এবং অবিলম্বে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করার দাবিতে আগামী রোববার (১৯ জানুয়ারি) মানববন্ধন করবে ইউমব


৪৭তম বিসিএস পরীক্ষায থেকেই চিকিৎসকদের বয়সসীমা পূর্বের ন্যায় দুই বছর বৃদ্ধি পূর্বক ৩৪ বছর করা এবং অবিলম্বে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করার দাবিতে আগামী রোববার (১৯ জানুয়ারি) মানববন্ধন করবে চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশ (ইউমব)। ওইদিন দুপুর ২টায় সচিবালয়ের সামনে কর্মসূচি পালন করবে সংগঠনটি। 

 

শুক্রবার (১৭ জানুয়ারি) ইউমবের সেন্ট্রাল কোলাবোরেশন টিম (ইউমব মিডিয়া টিম) মেম্বার ডা. হাসান মামুন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।  

 

বিজ্ঞপ্তিতে ইউমব এর পক্ষ থেকে বলা হয়েছে, ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদনের প্রজ্ঞাপনে আবেদনকারীর বয়সসীমা ২১ থেকে ৩২ বছর উল্লেখ করা হয়, যা সকল আবেদনকারীর জন্য প্রযোজ্য। উল্লেখ্য যে, অন্যান্য বিসিএস আবেদনকারীর স্নাতক শেষ করতে যেখানে ন্যুনতম ৪ বছর সময় প্রয়োজন হয়, সেখানে একজন চিকিৎসকের এমবিবিএস/বিডিএস স্নাতক ও ইন্টার্নশিপ শেষ করতে ন্যুনতম ৭৮ মাস বা সাড়ে ৬ বছর লাগে। তাই পূর্ববর্তী সকল বিসিএস পরীক্ষায় যেখানে আবেদনকারীদের বয়সসীমা ৩০ বছর ছিল, সেখানে চিকিৎসকদের বয়সসীমা ৩২ বছর ছিল। কিন্তু সর্বশেষ প্রকাশিত প্রজ্ঞাপনে সবার ক্ষেত্রে বয়সসীমা ২ বছর বাড়িয়ে ৩২ বছর করা হলেও চিকিৎসকদের ক্ষেত্রে কোন বয়সসীমা বৃদ্ধি হয়নি। ফলে চিকিৎসকরা এই ক্ষেত্রে বৈষম্যের শিকা হচ্ছেন বলে সচেতন চিকিৎসক মহল মনে করেন। 

 

ইউমব এর পক্ষ থেকে আরও বলা হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় ও চিকিৎসকদের বয়স বাড়ানোর দাবির সাথে একাত্মতা পোষণ করে। এরই প্রেক্ষিতে গত ১৭ ডিসেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে। এরপরও  জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চিকিৎসকদের বয়স বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না। ইতোমধ্যে গত ২৯ ডিসেম্বর থেকে ৪৭তম বিসিএস এর আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নীতিনির্ধারণী পর্যায়ের সকল ব্যক্তিবর্গ চিকিৎসকদের বসয়সীমা বৃদ্ধির ব্যাপারে ইতিবাচক হওয়া সত্ত্বেও এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে কালক্ষেপন করা হচ্ছে। 

আরও পড়ুন