ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের তৃতীয় তলা থেকে ডালিয়া আক্তার (৩২) নামে একজন ভুয়া নারী চিকিৎসককে আটক
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের তৃতীয় তলা থেকে ডালিয়া আক্তার (৩২) নামে একজন ভুয়া নারী চিকিৎসককে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। আটকের সময় তার শরীরে চিকিৎসকদের সাদা অ্যাপ্রোন এবং গলায় স্টেথোস্কোপ ঝুলানো ছিল। মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে এগারোটার দিকে ওই ভুয়া নারী চিকিৎসককে আটক করা হয়। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. সেলিম বলেন, আজ (মঙ্গলবার) সকালের দিকে চিকিৎসকের অ্যাপ্রোন পরে ও গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে বার্ন ইউনিটের তৃতীয় তলায় ঘোরাফেরা করছিল ওই নারী। এ সময় অন্যান্য চিকিৎসকেরা তাকে দেখে সন্দেহ করেন এবং তার কাছে জানতে চান ঢাকা মেডিকেলের চিকিৎসক কিনা। কিন্তু এ বিষয়ে ওই নারী কোনো সদুত্তর দিতে না পারলে বিষয়টি আমাদের টহলরত আনসার সদস্যদের জানানো হয়। পরে আমরা ওই নারীকে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পে নিয়ে আসি। তিনি চিকিৎসক কি না, জানতে চাইলে এর জবাব দিতে পারেননি ওই নারী। এমনকি ঢাকা মেডিকেলের কোনো চিকিৎসকও তাকে চেনেন না। পরে ওই নারীকে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।
এ বিষয়ে ঢামেকের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ইতিমধ্যেই আমরা বিষয়টি শাহবাগ থানার পুলিশকে জানিয়েছি। শাহবাগ থানা থেকে পুলিশের একটি টিম এসে ওই নারীকে নিয়ে গেছে। এ বিষয়ে তারাই পরবর্তী আইনি প্রক্রিয়া গ্রহণ করবেন।
উল্লেখ্য, এর আগে গত বছর স্বর্না আক্তার ও মুনিয়া রোজা নামে দুই ভুয়া নারী চিকিৎসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা করে হাসপাতাল কর্তৃপক্ষ।
আরও পড়ুন