Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


এইচএমপি ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই: অধ্যাপক ডা. সায়েদুর

Main Image

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান


চীনা নতুন ভাইরাস খ্যাত হিউম্যান মেটানিউমো ভাইরাস বা এইচএমপি ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। এটি সাধারণ ফ্লু’র মতোই। তবে শিশু, বয়স্ক ও জটিল রোগ আছে এমন রোগীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সোমবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। 

 

অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, এইচএমপি ভাইরাস নতুন না। তবে শ্বাসযন্ত্রের সমস্যার কারণে এটি নিয়ে আলোচনা হচ্ছে। এর চিকিৎসা সাধারণ ফ্লু’র মতো। বাড়তি ঝুঁকি নেই। কিন্তু শিশু, বয়স্ক ও কমরবিডিটি আছে এমন রোগীগের ক্ষেত্রে কিছুটা সমস্যা করতে পারে। তাদের সাধারণ ফ্লুর মতো চিকিৎসা ও সতকর্তা মেনে চলতে হতে পারে।

 

তিনি আরও বলেন, এটা গুরুতর জীবন হানিকর না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাস নিয়ে অ্যালাট দেয়নি। এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মহামারি হওয়ার শঙ্কা নেই। এজন্য সীমান্তে সতর্কতার কিছু নেই। তবে সরকারের প্রস্তুতি আছে। এক্ষেত্রে আলাদা চিকিৎসা গাইডলাইন করা হবে। তবে এখন যে গাইডলাইন আছে, এর সাথে বেশি পার্থক্য থাকবে না।

 

এইচএমপিভি কোভিডের মতো ভয়ংকর না উল্লেখ করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, কোভিডের সাথে এটা তুলনীয় না। শুধু শ্বাসযন্ত্রে সংক্রমণের ক্ষেত্রে মিল আছে। করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে না, তবে মাস্ক পরা শিশু ও বয়স্কদের জন্য প্রয়োজন সতর্কতা হিসেবে। এটার চিকিৎসা সাধারণ ফ্লু’র মতোই।

আরও পড়ুন