Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


প্রসূতির মৃত্যুর জের: ভারতে বেশ কিছু ওষুধের ওপর নিষেধাজ্ঞা জারি

Main Image

প্রসূতির মৃত্যুর জের: ভারতে বেশ কিছু ওষুধের ওপর নিষেধাজ্ঞা জারি


প্রসূতি মৃত্যুর জেরে ভারতের ১০টি ওষুধের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর। নির্দিষ্ট ব্যাচের ওই ওষুধ এবং স্যালাইনের ল্যাব টেস্টের রিপোর্ট না আসা পর্যন্ত ওই কোম্পানির সব ওষুধের ওপর এই নির্দেশিকা বহাল থাকবে।

 

নিষেধাজ্ঞা জারিকৃত ওষুধগুলো হলো, রিঙ্গার ল্যাকটেট স্যালাইন, রিঙ্গার সলিউশন আইপি ইঞ্জেকশন, ডেক্সটরোজ ইঞ্জেকশন,ন্যানিটোল ইনফিউশন, প্যারাসিটামল ইনফিউশন, অফলক্সাসিন, ১/২ ডিএনএস-৫০০ মিলি, সোডিয়াম ক্লোরাইড ইরিগেশন সলিউশন, পেডিয়াট্রিক মেইনটেনান্স, ইলেকট্রোলাইট সলিউশন-৫০০ এমএল।

 

উল্লেখ্য, মেয়াদোত্তীর্ণ স্যালাইনে ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক প্রসূতির মৃত্যুর ঘটনার গোটা রাজ্য উত্তাল। সেই মেয়াদোত্তীর্ণ স্যালাইনের অসুস্থ হয়ে পড়েন আরও বেশ কিছু প্রসূতি। এই ঘটনার পরপরই নড়েচড়ে বসেছে রাজ্যটির স্বাস্থ্য দপ্তর।

 

ইতোমধ্যে রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই তদন্ত কমিটির রিপোর্ট জমা দেওয়ার পরেই পশ্চিমবঙ্গ ফার্মাসিটিক্যালস-এর স্যালাইনসহ প্রায় ১০টি ওষুধের ওপর নিষেধাজ্ঞা জারি করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। 

আরও পড়ুন