ব্লাড ক্যান্সারে আক্রান্ত রংপুর মেডিকেল কলেজের (রমেক) ৪র্থ বর্ষের শিক্ষার্থী লতিফুর রহমান
ব্লাড ক্যান্সারে আক্রান্ত রংপুর মেডিকেল কলেজের (রমেক) ৪র্থ বর্ষের শিক্ষার্থী লতিফুর রহমানের চিকিৎসায় মানবিক সহায়তার আহ্বান করা হয়েছে। মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে এই মানবিক আহ্বান জানানো হয়েছে।
আবেদনে বলা হয়েছে, রমেকের ৫০তম ব্যাচের শিক্ষার্থী লতিফুর রহমানকে বর্তমানে কেমোথেরাপি দেওয়া হচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, ভবিষ্যতে তাকে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করতে হবে, যার আনুমানিক খরচ পড়বে প্রায় ৫০ লাখ টাকা। তার কৃষক পিতার পক্ষে এই বিশাল এ ব্যয় বহন করা সম্ভব নয়। এদিকে প্রাণঘাতী ব্লাড ক্যান্সারের কারণে হাস্যোজ্জ্বল লতিফুর আজ মৃত্যুর দ্বারপ্রান্তে। তাই সকল শ্রেণী-পেশার মানুষকে নিজ নিজ জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী সাহায্য করার জন্য বিশেষ অনুরোধ জানিয়েছেন তারা।
বিশেষ করে, যারা চিকিৎসা পেশায় রয়েছেন, তাদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, ‘আপনারা যদি অন্তত একদিনের আয় লতিফুর ভাইয়ের জন্য দান করেন, তাহলে এটি একটি বিরাট সাহায্য হবে। মহান আল্লাহ তাআলা আমাদের প্রতিটি দানকে বহুগুণে ফিরিয়ে দেবেন।’
পাশাপাশি, ব্লাড ক্যান্সারে আক্রান্ত লতিফুর রহমানের দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তার সহপাঠী ও মেডিকেলের বড় ভাইয়েরা।
যোগাযোগ:
ডা. মাসুদ রানা
RpMC (৪৮তম ব্যাচ)
সাহায্য পাঠানোর উপায়সমূহ:
Bkash: 01761090884
Nagad: 01898911211
Rocket: 017667320640
ব্যাংক অ্যাকাউন্টসমূহ:
1. Dutch-Bangla Bank: Account name:
MD Mehedi hasan
Account number: 3431050000620
Dutch Bangla bank-Rangpur branch
2. Islami Bank:
Account name:
MD Mehedi hasan
Account number:
20501136700419908
(Alupotti branch,Rajshahi )
3. Agrani Bank:
Account name:
MD Mehedi hasan
Account number: 0200022469413
Agrani bank-Medical College Branch, Rangpur
টাকা পাঠানোর পর যোগাযোগ করতে পারেন,
Dr Mehedi Hasan 01761090884
Dr Masud Rana
01833469495
আরও পড়ুন