Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


এইচএমপিভি সংক্রমণ রোধে সতর্কাবস্থায় ভোমরা ইমিগ্রেশন

Main Image

পার্শ্ববর্তী ভারতে হিউম্যান মেটোপনিউমো ভাইরাস (এইচএমপিভি) সংক্রমণ ছড়িয়ে পড়ায় সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনে বাড়তি সতর্কাবস্থা জারি


পার্শ্ববর্তী ভারতে হিউম্যান মেটোপনিউমো ভাইরাস (এইচএমপিভি) সংক্রমণ ছড়িয়ে পড়ায় বাড়তি সতর্কাবস্থা জারি করা হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর চেকপোস্ট ইমিগ্রেশনে। এজন্য  স্থাপন করা হয়েছে মেডিকেল ক্যাম্প। শনিবার (১১ জানুয়ারি) সকাল থেকে ৫ সদস্যের মেডিকেল টিম কাজ করছেন ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশনে। 

 

এইচএমপিভি ভাইরাস থেকে সুরক্ষা পেতে শনিবার (১১জানুয়ারি) সকাল থেকে ইমিগ্রেশনের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ভারত থেকে আসা সকল পাসপোর্ট যাত্রী ও  আমদানিকৃত পণ্য পরিবহনের সকল ট্রাক ড্রাইভার ও হেল্পারকেও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। মাস্ক পরাসহ বিভিন্ন সচেতনমূলক পরামর্শ দেওয়া হচ্ছে। ভোমরা কাস্টম ইমিগ্রেশনের এ ধরনের উদ্যোগ নেওয়ায় পাসপোর্টধারী যাত্রী সাধারণরাও বেশ খুশি।

 

ভোমরা স্থলবন্দর  ইমিগ্রেশনের মেডিকেল টিমের  ইনচার্জ সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অফিসের স্বাস্থ্য পরিদর্শক  ডা. আব্দুস শহিদ জানান, করোনা ও এমপক্সের পর এবার সম্প্রতি ভারতে দু’জন শিশুর শরীরে নতুন ভাইরাস হিউম্যান মেটোপনিউমো ভাইরাস (এইচএমপিভি) সংক্রমণ রোধে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাঁচ সদস্যের একটি মেডিকেল টিম ভোমরা ইমিগ্রেশনে কাজ করছে।  ভারত থেকে আসা সকল পাসপোর্টধারী যাত্রী ও আমদানিকৃত পণ্যবাহী সকল ট্রাক ও হেলপারদেরকে হ্যান্ড থার্মাল স্ক্যান দিয়ে শরীরের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেডের নিম্নে তাপমাত্রা আছে কিনা নির্ণয় করা হচ্ছে ও প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। 

 

পাসপোর্টধারীদের স্বাস্থ্য পরীক্ষা, মাস্ক পরা, নিরাপদ দূরত্বে অবস্থান,সর্দি,কাশি ও জ্বর থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া ও আতঙ্কিত না হয়ে স্বাস্থ্য বিধি মেনে চলার কথা বলা হচ্ছে। একই সঙ্গে পাসপোর্ট নাম্বার ও নাম লিপিবদ্ধ করা হচ্ছে।  

 

তিনি আরও জানান, কারও শরীরে যদি তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেন্টিগ্রেড হয় তাহলে তাদেরকে কারেন্টাইনের জন্য স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

আরও পড়ুন