Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


রংপুরে সন্ধানীর উদ্যোগে ফ্রি হেলথ ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ

Main Image

রংপুর জেলার মিঠাপুকুরের সন্ধানীর ফ্রি হেলথ ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ কাফ্রীখাল ইউনিয়নে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের পক্ষ হতে ফ্রি হেলথ ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ


রংপুর জেলার মিঠাপুকুরের সন্ধানীর ফ্রি হেলথ ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ কাফ্রীখাল ইউনিয়নে সন্ধানী কেন্দ্রীয় পরিষদের পক্ষ হতে ফ্রি হেলথ ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (১০ জানুয়ারি) দিনব্যাপী কর্মসূচিতে মোট ৪৫০ জন রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। এছাড়াও এলাকার হতদরিদ্র মানুষদের মাঝে দুই শত কম্বল বিতরণ করা হয়। 
 

সংশ্লিষ্টরা জানান, এলাকার দরিদ্র লোকেরা সন্ধানীর উষ্ণ উপহার গ্রহণ করে কান্নায় ভেঙে পড়েন এবং সকলের মঙ্গল কামনা করেন। 
 

এদিন সন্ধানীর কার্যাবলীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কার্যক্রম স্বেচ্ছায় রক্তদান এবং রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে মোট ২৭০ জনের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয় এবং ২ ব্যাগ রক্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির মাধ্যমে গ্রহণ করা হয়। সংগৃহীত রক্তের ব্যাগ পরবর্তীতে সন্ধানী শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ইউনিটে প্রদান করা হয়েছে। 
 

কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতায় ছিল- সন্ধানী ইস্ট-ওয়েস্ট মেডিকেল এন্ড আপডেট ডেন্টাল কলেজ ইউনিট, সন্ধানী সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ ইউনিট, সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিট, সন্ধানী ঢাকা ডেন্টাল কলেজ ইউনিট এবং সন্ধানী দিনাজপুর মেডিকেল কলেজ ইউনিট। দিনব্যাপী কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করার জন্য এলাকাবাসী এবং স্বেচ্ছাসেবকদের অসংখ্য ধন্যবাদ জানিয়েছে সন্ধানী। 

আরও পড়ুন