জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক (ডিজি হেলথ) অধ্যাপক ডা. মো. আবু জাফর
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালক (ডিজি হেলথ) অধ্যাপক ডা. মো. আবু জাফর । শনিবার (১১ জানুয়ারি) পরিদর্শনকালে হাসপাতালের বহির্বিভাগ, অন্তঃবিভাগ, রেডিয়েশন রুম, প্যালিয়েটিভ কেয়ার বিভাগ সহ অন্যান্য বিভাগ ঘুরে দেখেন। এ সময় তিনি বহির্বিভাগে আগত রোগী ও অন্তঃবিভাগে ভর্তি রোগীদের কাছ থেকে তাদের চিকিৎসার সার্বিক অবস্থা জিজ্ঞাসাবাদে, হাসপাতালের সেবার সার্বিক মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
মহাপরিচালক মহোদয় প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমেরে ও মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং একই সঙ্গে অন্যান্য কার্যক্রম কিভাবে আরো বেগবান করা যায় সে ব্যাপারে দিক নির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে তিনি রেডিয়েশন বিভাগে স্থাপিত নতুন যন্ত্রগুলোও পরিদর্শন করেন।
এ সময় রেডিয়েশন যন্ত্রটি অচল থাকার কারণে সাময়িকভাবে চিকিৎসার ব্যঘাত হওয়ার ব্যাপারে মহাপরিচালক মহোদয়কে অবগত করা হয়। একইসাথে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল পরিচালকের পক্ষ থেকে জানানো হয়, ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন স্থাপিত দুটি রেডিয়েশন যন্ত্রটি কার্যকর হলে, দ্রুতই নিয়মিত চিকিৎসক কার্যক্রম শুরু হবে। এছাড়াও আরো দুটি প্রয়োজনীয় যন্ত্র দ্রুত সময়ের মধ্যে মেরামত করার কার্যক্রম চলমান রয়েছে।
পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডা. মো. রিজওয়ানুর রহমান, পরিচালক এমআইএস ডা. শাহ আলী আকবর আশরাফী, ক্যান্সার ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. জাহাঙ্গীর কবীর, রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, মেডিকেল অনকোলজি সহ অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধান ও চিকিৎসকেরা।
আরও পড়ুন