Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


বিসিএস ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের যাত্রা শুরু

Main Image

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরামের আহ্বায়ক ডা. মির্জা মো. আসাদুজ্জামান রতন (গাইনি) এবং সদস্য সচিব ডা. মোহাম্মদ আল আমিন (ইউরোলজি)


বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার বিশেষজ্ঞ চিকিৎসক ফোরাম নামক চিকিৎসকদের একটি স্বতন্ত্র সংগঠনের যাত্রা শুরু হয়েছে। নতুন কমিটির আহ্বায়ক করা হয়েছে ড. মির্জা মো. আসাদুজ্জামান রতন (গাইনি) এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন ডা. মোহাম্মদ আল আমিন (ইউরোলজি)। মঙ্গলবার (৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ক্যাডার বৈষম্যের কারণে দীর্ঘদিন থেকে পদোন্নতি বঞ্চিত বিসিএস স্বাস্থ্য ক্যাডারে কর্মকর্তা বিশেষজ্ঞ চিকিৎসকরা। আর তাই এ বৈষম্য নিরসন ও পদোন্নতির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে এই ফোরাম গঠন করা হয়েছে।

 

কমিটির অন্য সমস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক ডা. মো. শামসুল আরেফিন (অ্যানেসথেশিয়া), ডা. মো. বশির উদ্দীন (নিউরো সার্জারি), ডা. মো. নূর মোহাম্মদ শরীফ অভি (সার্জারি), ডা. মো. ইকবাল হোসাইন (গ্যাস্ট্রোএন্টারোলজি), ডা. মো. কায়সার ইয়ামিদ ইষাদ (শিশু সার্জারি), ডা. মো. খায়রুল ইসলাম (মেডিসিন) এবং ডা. মো. আশরাফুল আলম সুমন (কার্ডিওলজি)। এছাড়া কোষাধ্যক্ষ মনোনীত হয়েছেন ডা. মোহাম্মদ সাফায়াত কামাল (মেডিসিন)।

আরও পড়ুন