Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ডেঙ্গুতে আরও ১ জনের মৃত্যু

Main Image

ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা (ফাইল ছবি)


সারাদেশে গত ২৪ ঘন্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে আরও এক জনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, নতুন বছরে টানা তিন দিন (১ থেকে ৩ জানুয়ারি) মৃত্যুহীন থাকার পর গত ২৪ ঘন্টায় মারা যাওয়া  ব্যক্তি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার একটি  হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ডেঙ্গুতে এর আগে এক জনের মৃত্যু হয়েছিল গত বছরের শেষ দিন, ৩১ ডিসেম্বর। ২০২৪ সালে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫৭৫ জনের।

 

সব মিলিয়ে নতুন বছরের প্রথম চার দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন ২২১ জন। মৃত্যু হল একজনের।

 

গত ২৪ ঘন্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ২৩ জন, ঢাকা বিভাগে ৮ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন, চট্টগ্রাম বিভাগে ১৩ জন, খুলনা বিভাগে ২ জন এবং বরিশাল বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৪৩৬ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ২১০ জন, ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন ২২৬ জন।

 

দেশে গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন।

আরও পড়ুন