পেডিয়াট্রিক সার্জন অধ্যাপক ডা. মো. আবু জাফর
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন পেডিয়াট্রিক সার্জন অধ্যাপক ডা. মো. আবু জাফর। সোমবার (৩০ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মোঃ রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। এর আগে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী, অধ্যাপক ডা. মো. আবু জাফরকে (কোড নং ৪০৪১৭) তাঁর অবসর উত্তর ছুটি তৎসংশ্লিষ্ট সুবিধাদি স্থগিত এবং অন্য যেকোন পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন এর সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তে ৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখ অথবা যোগদানের তারিখ থেকে একবছর মেয়াদে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’
এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তি দ্বারা নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ছিলেন অধ্যাপক ডা. মো. আবু জাফর।
আরও পড়ুন