Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


গাজার হাসপাতালে হামলা বন্ধে ইসরায়েলকে ডব্লিউএইচও প্রধানের আহ্বান

Main Image

ডব্লিউএইচও’র প্রধান তেদরস আধানম গেব্রেয়াসুস


গাজার হাসপাতালে ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান। গত কয়েকদিনে একটি হাসপাতালে ইসরায়েলি হামলা ও আরেকটিতে অভিযান চালানোর প্রেক্ষাপটে সোমবার (৩০ ডিসেম্বর) এই কথা বলেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ডব্লিউএইচও'র মহাসচিব তেদরোস আধানোম ঘেব্রেইসাস বলেছেন, গাজার হাসপাতালগুলো আবারও যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। ফলে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা মারাত্মক হুমকির মুখে রয়েছে।

 

তিনি আরও বলেন, 'আবারও বলছি, হাসপাতালে হামলা চালানো বন্ধ করতে হবে। গাজাবাসীদের স্বাস্থ্যসেবা পাওয়া অত্যন্ত প্রয়োজন। এছাড়া, স্বাস্থ্যকর্মীদের প্রয়োজন সেবা পৌঁছে দেওয়ার সুযোগ। তাই, তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি করতে হবে।'

 

রোববার গাজার আল ওয়াফা হাসপাতালে ইসরায়েলি হামলায় সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। এদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামাস সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছিল তারা।

 

এছাড়া, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় ও ইসরায়েলি সেনাবাহিনীর তথ্যমতে, কামাল আদওয়ান হাসপাতালে শুক্রবার অভিযান চালিয়ে স্বাস্থ্য কর্মী ও হাসপাতালের পরিচালক হুসসাম আবু সাফিয়াসহ অন্তত ২৪০ জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েল।

 

হাসপাতালটি হামাসের একটি কমান্ড সেন্টার ছিল বলে দাবি করেছে ইসরায়েল। সশস্ত্র গোষ্ঠীটির সন্দেহভাজন সদস্য হিসেবে সেখান থেকে অনেককে আটক করা হয়েছে। আর পরিচালক আবু সাফিয়াকে হামাস সদস্য সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে।  

 

তেদরোস বলেছেন, ডব্লিউএইচও এবং তাদের অংশীদাররা গাজার হাসপাতালে মেডিক্যাল সাপ্লাই, খাবার ও পানি সরবরাহ করেছে। এছাড়া, আল শিফা হাসপাতালে গুরুতর অসুস্থ ১০ জনকে স্থানান্তর করা হয় যাদের চারজনকেই আটক করা হয়েছে।

 

তিনি বলেছেন, গাজাবাসীর স্বাস্থ্যসেবার অধিকার নিশ্চিতকল্পে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইসরায়েলকে আহ্বান করা যাচ্ছে।

 

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, প্রায় ১৪ মাসের ইসরায়েলি আগ্রাসনে ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ আট হাজারের বেশি আহত হয়েছেন।

আরও পড়ুন