বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা
সরকারের পক্ষ থেকে জারিকৃত মাসিক ভাতার প্রজ্ঞাপন মেনে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা।
এরআগে, সোমবার (৩০ ডিসেম্বর) সকালে অর্থ মন্ত্রণালয় থেকে জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়ে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট/নন-রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারতোষিক ভাতার হার ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা হতে ২০ শতাংশ বৃদ্ধি করতঃ ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা নির্ধারণ করা হলো। যা ২৩ ডিসেম্বর, ২০২৪ থেকে কার্যকর হবে।
নির্দেশক্রমে আরও জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট/নন-রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারতোষিক ভাতার হার আগামী ২০২৫-২৬ অর্থ বছর থেকে ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করা হলো, যা আগামী ১ জুলাই, ২০২৫ থেকে কার্যকর হবে।
আরও পড়ুন