Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়ল

Main Image

বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধির অনুমোদন দিলো অর্থমন্ত্রণালয়


আগামী জানুয়ারী মাস থেকে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার এবং জুলাই থেকে ৩৫ হাজার টাকা করার অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়। সোমবার (৩০ ডিসেম্বর) অর্থমন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব সৈয়দ আলী বিন হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

 

অর্থ মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট/নন-রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারতোষিক ভাতার হার ২৫,০০০/- (পঁচিশ হাজার) টাকা হতে ২০ শতাংশ বৃদ্ধি করতঃ ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকা নির্ধারণ করা হলো। যা ২৩ ডিসেম্বর, ২০২৪ থেকে কার্যকর হবে।

 

নির্দেশক্রমে আরও জানানো যাচ্ছে যে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত প্রতিষ্ঠানসমূহের বেসরকারি অবৈতনিক রেসিডেন্ট/নন-রেসিডেন্ট প্রশিক্ষণার্থীদের মাসিক পারতোষিক ভাতার হার আগামী ২০২৫-২৬ অর্থ বছর থেকে ৩৫,০০০/- (পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ করা হলো, যা আগামী ১ জুলাই, ২০২৫ থেকে কার্যকর হবে। 

 

আরও পড়ুন