Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


আজ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন ট্রেইনি চিকিৎসকরা

Main Image

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন ট্রেইনি চিকিৎসকরা


আজ সোমবার (৩০ ডিসেম্বর) বেলা ১১টায় তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে যাবেন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। এর আগে সকাল ১০টায় বিএসএমএমইউয়ের বটতলায় জমায়েত হবেন তারা। প্রধান উপদেষ্টার কাছে আগামী জানুয়ারি থেকে ৩৫ হাজার টাকা এবং জুলাই থেকে ৫০ হাজার টাকা বাড়ানোর দাবি করবেন তারা। পাশাপাশি কর্মবিরতি অব্যাহত থাকবে। রোববার (২৯ ডিসেম্বর) রাত ১০টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কর্মসূচি ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়েন পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।

 

রোববার বিকেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পোস্ট গ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা জানুয়ারি থেকে ৩০ হাজার এবং জুলাই থেকে ৩৫ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেয়া হয়। কিন্তু আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করে জানুয়ারি থেকেই ৩৫ হাজার টাকা ভাতার দাবিতে শাহবাগে সড়কে অবস্থান নেন।

আরও পড়ুন