মাসিক ভাতা বৃদ্ধি করে ৫০ হাজার টাকায় উত্তীর্ণ করা অথবা নবম গ্রেড সমমান নির্ধারণ করে ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে মহাসমাবেশ করছেন পোস্ট গ্রাজুয়েশনে প্রশিক্ষণরত প্রাইভেট চিকিৎসকরা
মাসিক ভাতা বৃদ্ধি করে ৫০ হাজার টাকায় উত্তীর্ণ করা অথবা নবম গ্রেড সমমান নির্ধারণ করে প্রজ্ঞাপন জারির দাবিতে রাজধানীর শাহবাগে মহাসমাবেশ করছেন পোস্ট গ্রাজুয়েশনে প্রশিক্ষণরত প্রাইভেট চিকিৎসকরা। আজ রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকেই অবস্থান নিতে থাকেন শাহবাগ মোড়ে অবস্থান নিতে থাকেন তারা। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে জমায়েত।
সমাবেশে অংশ নিয়ে এবি পার্টির আহ্বায়ক অধ্যাপক ডা. আব্দুল ওহাব মিনার বলেন, হাসপাতালের জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার ও ওয়ার্ড ফেলে আজ আমার তরুণ চিকিৎসকেরা রাজপথে নেমে এসেছে। এটা গতানুগতিক আন্দোলন না। যৌক্তিক দাবি নিয়ে আজ তারা রাস্তায় নেমেছে। তাদের মাত্র ২৫ হাজার টাকা ভাতা দেয়া হয়। এই টাকা দিয়ে তাদের সংসার চলে না। তাদের স্ত্রী-সন্তান, বাবা-মা আছেন। বিশেষজ্ঞ চিকিৎসক হতে গিয়ে অমানবিক জীবন-যাপন করতে হচ্ছে মেধাবী সন্তানদের।
পোস্ট গ্রাজুয়েশনে প্রশিক্ষণরত প্রাইভেট চিকিৎসকদের যৌক্তিক দাবির যৌক্তিক সমাধান করতে সরকারের নীতিনির্ধারকদের কাছে জোর দাবি জানান অন্য চিকিৎসকেরা। যৌক্তিক সমাধান ছাড়া আন্দোলন থামানো যাবে না বলে সাফ জানিয়ে দেন তারা।
আরও পড়ুন