রোববার সকাল ১০টায় রাজধানীর শাহবাগের চিকিৎসক মহাসমাবেশ
রোববার সকাল ১০টায় রাজধানীর শাহবাগের চিকিৎসক মহাসমাবেশ সফল করার আহ্বান জানিয়েছে ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশ (ইউমব)। শুক্রবার রাতে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পোস্ট গ্রাজুয়েশনে প্রশিক্ষণরত প্রাইভেট চিকিৎসকদের ভাতা বৃদ্ধির ব্যাপারে সরকার যৌক্তিক সমাধান না করে, গত ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) ভাতা বৃদ্ধি নিয়ে ৩০ হাজার টাকা করে প্রজ্ঞাপন জারি করেছে, চিকিৎসক মহল তা প্রত্যাখ্যান করেছে।
উপরোক্ত পরিস্থিতিতে পোস্ট গ্রাজুয়েশনে চিকিৎসকদের চলমান আন্দোলনের অংশ হিসেবে ২৯ ডিসেম্বর (রোববার) সকাল ১০টায় শাহবাগে একটি চিকিৎসক মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশনস্ অব বাংলাদেশ পোস্ট গ্রাজুয়েশনে প্রশিক্ষণরত প্রাইভেট চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবিতে রোববারের শান্তিপূর্ণ চিকিৎসক মহাসমাবেশের সর্বাত্মক সফলতা কামনা করছে। চিকিৎসকদের সকল টিমকে উক্ত মহাসমাবেশ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান করেছে ইউমব।
পোস্ট গ্রাজুয়েশনে প্রশিক্ষণরত প্রাইভেট চিকিৎসকদের যৌক্তিক দাবির যৌক্তিক সমাধান করতে সরকারের নীতিনির্ধারকদের কাছে দাবি জানিয়েছে ইউমব। যৌক্তিক সমাধান ছাড়া আন্দোলন থামানো যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে সংগঠনটি।
আরও পড়ুন