বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সায়েবা আখতার
চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদান রাখায় বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ এ্যাওয়ার্ড-২০২৪ পেলেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. সায়েবা আখতারসহ ৭ জন। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে ‘বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ ২০২৪’ ঘোষণা করা হয়। শনিবার (২৮ ডিসেম্বর) বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৭তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে সাম্মানিক ফেলোশিপ প্রদান করা হবে।
এ বছর ফেলোশিপ প্রাপ্তরা হলেন- মুক্তিযুদ্ধে মঈদুল হাসান, ইতিহাসে রিচার্ড এম ইটন, চিকিৎসা বিজ্ঞানে অধ্যাপক ডা. সায়েবা আখ্তার, বিজ্ঞানে ড. ফেরদৌসী কাদরী, ভাষা গবেষণায় সুগত চাকমা এবং শিল্পকলায় শহিদুল আলম ও শম্ভু আচার্য।
শনিবার সকাল ৯টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে সভার কার্যক্রম শুরু হবে। এতে বাংলা একাডেমির মহাপরিচালক ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন এবং একাডেমির সচিব ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অবহিত করবেন।
পরে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাতজন বিশিষ্ট ব্যক্তিকে বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ ২০২৪ এবং আরো সাতজনকে বাংলা একাডেমি পরিচালিত ছয়টি পুরস্কার প্রদান করা হবে।
আরও পড়ুন