Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


রোববার মহাসমাবেশ ডেকেছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস

Main Image

রোববার মহাসমাবেশ ডেকেছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস


বৃহস্পতিবারের (২৬ ডিসেম্বর) মধ্যে প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বৃদ্ধি করে ৫০ হাজার টাকায় উত্তীর্ণ করা অথবা নবম গ্রেড নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করার দাবি সুরাহা না করায় মহাসমাবেশের ডাক দিয়েছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আগামী রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর শাহবাগে এ সমাবেশের আয়োজন করা হবে। সংগঠনটির পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। 

 

এরআগে, বুধবার সংগঠনটির সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মো. নুরুন নবী স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবি মানার আল্টিমেটাম দেয় ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস।

 

পেশার সম্মানার্থে দেশের সকল ট্রেইনি এবং রেসিডেন্ট ও নন-রেসিডেন্ট চিকিৎসককে সমাবেশে যোগদানের জন্য আহ্বান করেছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। 

 

আরও পড়ুন