Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ভারতের ১১ প্রকার ওষুধের ওপর নিষেধাজ্ঞা দিলো মার্কিন যুক্তরাষ্ট্র

Main Image

ওষুধ


ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে অবস্থিত ভিয়াট্রিসের কারখানায় তৈরি ১১টি ওষুধের ওপর আমদানি নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। এ বিষয়ে সংস্থাটি সম্প্রতি একটি সতর্কতামূলক চিঠি প্রকাশ করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

 

প্রতিবেদনে বলা হয়েছে, নিষেধাজ্ঞার ফলে সংশ্লিষ্ট ওষুধগুলোর সরবরাহে ঘাটতির আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে এফডিএ চারটি ওষুধ শর্তসাপেক্ষে আমদানির অনুমোদন দিয়েছে।

 

মার্কিন কর্মকর্তারা ইন্দোরের কারখানা পরিদর্শনকালে দেখতে পান, উৎপাদন প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের নিয়ম মেনে চলা হয়নি। তবে সুনির্দিষ্ট কোনো নিয়ম ভঙ্গ হয়েছে, তা উল্লেখ করেনি এফডিএ।

 

ভিয়াট্রিসের পক্ষ থেকে জানানো হয়েছে, সতর্কীকরণ চিঠি পাওয়ার পর তারা দ্রুত এর জবাব দিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। নিয়ম লঙ্ঘন রোধে একটি তৃতীয়পক্ষ পরামর্শক সংস্থা নিয়োগ করা হয়েছে।

 

তবে এফডিএ ঠিক কোন ১১টি ওষুধ নিয়ে আপত্তি জানিয়েছে, তা এখনও প্রকাশ করা হয়নি। যতদিন চিঠিটি প্রত্যাহার না করা হচ্ছে, ততদিন এসব ওষুধ আমেরিকায় আমদানি করা যাবে না।

 

প্রসঙ্গত, ভিয়াট্রিস ২০২০ সালে মাইলান এবং ফাইজারের একটি অংশের সমন্বয়ে প্রতিষ্ঠিত হয়। সংস্থাটি ভারতের বিভিন্ন কারখানায় অ্যান্টিব্যাক্টেরিয়াল, ডায়াবেটিক এবং কার্ডিওভাস্কুলার চিকিৎসার জন্য ওষুধ তৈরি করে।

আরও পড়ুন