বৃহস্পতিবারের মধ্যে দাবি না মানলে রোববার মহাসমাবেশ করবেন ট্রেইনি চিকিৎসকরা
আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে মধ্যে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের মাসিক ভাতা ৫০ হাজার টাকা করা অথবা সকল সুযোগ-সুবিধাসহ নবম গ্রেড সমমানে উন্নীত করার দাবি জানিয়েছে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস।
এই সময়ের মধ্যে দাবি মানা না হলে, আগামী রোববার (২৯ ডিসেম্বর) দাবি আদায়ে বিএসএমএমইউর বটতলায় মহাসমাবেশের ডাক দিয়েছে সংগঠনটি। বুধবার (২৫ ডিসেম্বর) সংগঠনের সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. নুরুন নবী এক যৌথ কেন্দ্রীয় ঘোষণায় এই হুঁশিয়ারি দেন।
ঘোষণায় তারা মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপনকে প্রত্যাখ্যান করার কথা উল্লেখ করেন।
একইসাথে পেশার সম্মান রক্ষার্থে দেশের সকল ট্রেইনি ও রেসিডেন্ট, ননরেসিডেন্ট চিকিৎসকদের মহাসমাবেশে যোগদানের আহ্বান জানিয়েছেন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস এর সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. নুরুন নবী।
আরও পড়ুন