Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


প্রজ্ঞাপনে নারাজ প্রশিক্ষণার্থী চিকিৎসকরা

Main Image

প্রজ্ঞাপন জারির পর মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসকরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বি শ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রতিবাদ সমাবেশ করেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা


মাসিক ভাতা ৫ হাজার টাকা বাড়িয়ে ৩০ হাজার টাকায় উন্নীত করে জারিকৃত প্রজ্ঞাপনে নারাজ পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। প্রজ্ঞাপন জারির পর মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকেলে স্নাতকোত্তর শিক্ষানবিশ চিকিৎসকরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রতিবাদ সমাবেশ করেন। এসময় তারা পাঁচ হাজার টাকা ভাতা বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেন। এ সময় তারা মাসিক ভাতা ৫০ হাজার টাকায় উন্নীত করার দাবি জানান। অন্যথায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

 

এদিকে মঙ্গলবার সন্ধ্যায় ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের সভাপতি ডা. জাবির হোসেন মাসিক ভাতা ৫০ হাজার টাকা অথবা সরকারি চাকরির ভিত্তিতে নবম শ্রেণির বেতন করার দাবিতে দেশব্যাপী অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেন। দাবি পূরণে অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি অব্যাহত থাকবে। বৃহস্পতিবারের মধ্যে দাবি পূরণ না হলে, রোববার সকালে শাহবাগে ঢাকা অবরোধ করার হুঁশিয়ারি দেন তিনি। 

আরও পড়ুন