Advertisement
Doctor TV

রবিবার, ১১ মে, ২০২৫


মন্ত্রণালয়ে যাচ্ছেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের প্রতিনিধিরা

Main Image

মন্ত্রণালয়ে যাচ্ছেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের প্রতিনিধিরা


ভাতা বৃদ্ধি সংক্রান্ত দাবি আদায়ে আলোচনার আগ্রহ প্রকাশ করার পর পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকদের ডেকেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রোববার দুপুর ১২টায় ডক্টর টিভিকে এ তথ্য নিশ্চিত করেছেন ডক্টর মুভমেন্ট ফর জাস্টিস এর সভাপতি ডা. জাবির হোসেন। চিকিৎসকদের ৬ সদস্যের প্রতিনিধি দল মন্ত্রণালয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। 

 

এরআগে, বিগত মধ্যরাতে (২টা ২২ মিনিটে) এক বার্তায় সংগঠনটির পক্ষ থেকে দাবি আদায়ে আলোচনায় আগ্রহ প্রকাশ করা হয়। ডা. তানভিরের পাঠানো বার্তায় বলা হয়, ‘‘রোববার দুপুর ১২টা পর্যন্ত আলোচনার পথ খোলা আছে। দ্বায়িত্ববান কেউ যদি এসে আমাদের সমস্যার সমাধান করেন, আমরা রাস্তায় নামব না।’’

 

ইতোপূর্বে শনিবার (২১ ডিসেম্বর) রাত ৮টার দিকে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস এর সভাপতি ডা. জাবির হোসেন ও সাধারণ সম্পাদক ডা. মু. নুরুন্নবী এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবারের (২১ ডিসেম্বর) মধ্যে ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রকাশ না করায় রোববার (২২ ডিসেম্বর) সারা বাংলাদেশে কর্মবিরতি পালন করবেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। পাশাপাশি ট্রেইনি চিকিৎসকদের সাথে বৈষম্য দূর করতে এবং ভাতা বৃদ্ধির যৌক্তিক দাবি ও তাদের অধিকার আদায়ের লক্ষ্যে ২২ ডিসেম্বর বিএসএমএমইউর বটতলায় বেলা ১১টায় অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন পোস্ট গ্রাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা।

আরও পড়ুন