মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে জনপ্রশাসনের সংস্কার কমিশনের মতবিনিময় সভা
শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারকে আলাদা করার সুপারিশ জানাবে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে জনপ্রশাসনের সংস্কার কমিশনের মতবিনিময় সভায় কমিশনের সচিব মো. মোখলেস উর রহমান এ তথ্য জানান। তাঁর ভাষায়, ‘শিক্ষা ও স্বাস্থ্য এভাবে থাকার প্রয়োজন মনে করে না কমিশন। শিক্ষা ও স্বাস্থ্যে আলাদা করে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হবে।’
এদিকে পরীক্ষা ছাড়া সিভিল সার্ভিসের উপসচিব এবং যুগ্মসচিব পর্যায়ে কেউ পদোন্নতি পাবেন না বলে সরকারকে সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। জনপ্রশাসনের সংস্কার কমিশনের মতবিনিময় সভায় কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এ তথ্য জানান।
কমিশন প্রধান বলেন, ‘পরীক্ষা ছাড়া কেউ পদোন্নতি পাবেন না। পাবলিক সার্ভিস কমিশন পরীক্ষা নেবে। এ পরীক্ষায় ৭০ নম্বর না পেলে পদোন্নতি পাবেন না। প্রতিটি টায়ারে (উপসচিব থেকে সচিব পর্যন্ত প্রতিটি পর্যায়ে) এটি হবে না, উপসচিব এবং যুগ্ম-সচিব এই দুই পর্যায়ে (পরীক্ষার মাধ্যমে পদোন্নতি) হবে। এর পরের পর্যায়ে সরকার পদোন্নতি দিতে পারবে।’
জনপ্রশাসনের সংস্কার কমিশনের আব্দুল মুয়ীদ চৌধুরী আরও জানান, চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন প্রথা উঠিয়ে দেওয়ার সুপারিশ করা হবে।
আরও পড়ুন