Advertisement
Doctor TV

শনিবার, ২৬ জুলাই, ২০২৫


শহীদ জিয়া মেডিকেলে সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

Main Image

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ‘Radial Angiography and Career Development’ শীর্ষক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত


বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ‘Radial Angiography and Career Development’ শীর্ষক সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে প্রথমবারের মতো এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

সেমিনারে বক্তব্য রাখেন ঢাকার বিএসএমএমইউ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক বিশিষ্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের প্রাক্তন ছাত্র ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।

 

এতে প্রধান অতিথি ছিলেন- শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক প্রকল্প পরিচালক ও অধ্যক্ষ অধ্যাপক ডা. মওদুদ আলমগীর পাভেল, যিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেলের নতুন ক্যাম্পাসের অসাধারণ নির্মাণশৈলীর ইতিহাস সবার সামনে তুলে ধরেন।

 

বিশেষ অতিথি ছিলেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম, বিএমএ বগুড়া জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবীব রোজ ও সদস্য সচিব সহকারী অধ্যাপক ডা. আব্দুল ওয়াহেদ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক পরিচালক অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, সাবেক ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. শাহ্ মো. শাহজাহান আলী, বিএসএমএমইউ’র সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. জিয়াউর রহমান, রংপুর মেডিকেল কলেজের ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. জহুরুল হক, টিএমএসএস মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মো ইউনুস আলী।

 

সর্বশেষে কুইজ টেস্ট ও র‍্যাফেল ড্রয়ের মাধ্যমে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ৩০ জনকে পুরস্কৃত করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার সর্বোচ্চ মান উন্নয়নে সকল ধরনের সহযোগিতার অঙ্গীকার করেন।

আরও পড়ুন