Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ভারতের হাসপাতালে আগুন, ৬ শিশুর করুণ মৃত্যু

Main Image

ভারতের তামিল নাড়ুর দিনদিগুলে নামক এলাকায় অবস্থিত বেসরকারি সিটি হাসপাতালে আগুন


ভারতের তামিল নাড়ুর দিনদিগুলে নামক এলাকায় অবস্থিত বেসরকারি সিটি হাসপাতালে আগুন লেগে ৬টি শিশুর করুণ মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সূত্রঃ এনডিটিভি

 

খবরে বলা হয়েছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে প্রকৃত কারণ জানতে তদন্ত করা হচ্ছে।

 

টেলিভিশনে প্রকাশিত ফুটেজে দেখা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় ওই হাসপাতাল থেকে ধোঁয়া উড়ছে। দুই ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

 

নিউজ সংস্থা পিটিআই জানিয়েছে, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ছয় জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে। পরে চিকিৎসার জন্য অন্য হাসপাতালে পাঠায়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

 

অগ্নিকাণ্ডের ঘটনায় অন্য রোগীদের উদ্ধার করে পার্শ্ববর্তী এক হাসপাতালে নেয়া হয়েছে। এদের বেশির ভাগকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

আরও পড়ুন