Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঔষধ চুরি

Main Image

বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সিলেট


সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনা সংগঠিত হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুমের মূল্যবান ঔষধ ও মেশিন চুরির ঘটনায় বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী (জিডি) দায়ের করা হয়েছে বলে ডক্টর টিভিকে নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন। 

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন বিল্ডিংয়ে অবস্থিত স্টোর রুমের কড়া ভেঙ্গে চুরি হয়েছে। স্টোর রুমে কয়েক লক্ষাধিক টাকার বিভিন্ন ধরনের ঔষধ থাকলেও চুরি হয়েছে শুধুমাত্র প্রায় ১২ হাজার টাকা মূল্যের ডায়াবেটিসের (ম্যাটফরমিন ট্যাবলেট) ঔষধ ও ১২ হাজার টাকা মূল্যের ২টি অত্যাধুনিক ডিজিটাল বিপি মেশিন’সহ প্রায় ৫০-৬০ হাজার টাকার মালামাল। ধারণা করা হচ্ছে গত ২৮-৩০ নভেম্বর তারিখের মধ্যে যেকোন একসময় ওই চুরির ঘটনা সংগঠিত হয়েছে।

 

স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির তথ্য নিশ্চিত করেছেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেন। রোববার (৮ ডিসেম্বের) দুপুরে ডক্টর টিভিকে তিনি জানান, গত ৪ বছর ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে কোন নিরাপত্তা প্রহরী নেই। এ বিষয়ে স্বাস্থ্যের ঊর্ধতন কর্মকর্তাকে জানানো হয়েছে। এছাড়াও জিডি করার পর ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত কাজ শুরু করেছেন বিশ্বনাথ থানা পুলিশ। 

 

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রুবেল মিয়া গণমাধ্যমকে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর রুম থেকে ঔষধ ও মালামাল চুরি হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে। যার তদন্ত চলমান রয়েছে।

আরও পড়ুন