Advertisement
Doctor TV

সোমবার, ২১ এপ্রিল, ২০২৫


এইচআইভিতে আক্রান্ত শতাধিক প্রবাসীকে ফেরত পাঠিয়েছে কুয়েত

Main Image

কুয়েত


এইচআইভিতে আক্রান্ত শতাধিক প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানোর কথা জানিয়েছে কুয়েত। দেশটির বার্ষিক এইডস ও যৌন রোগবিষয়ক সম্মেলনে স্বাস্থ্য কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ডা. আহমেদ আল আওয়াধি এইডস মহামারি মোকাবিলায় আঞ্চলিক নেতা হিসেবে কুয়েতের অবস্থানের ওপর জোর দেন।

 

কুয়েত ইউএনএআইডিএস-এর ৯০-৯০-৯০ লক্ষ্যমাত্রা অর্জন করেছে। অর্থাৎ এইচআইভিতে আক্রান্ত ৯০ শতাংশ লোককে শনাক্ত করা, তারা তাদের অবস্থা সম্পর্কে সচেতন ও ৯০ শতাংশকে কার্যকর চিকিৎসা প্রদান করা।

 

আল আওয়াধি বলেন, জাতীয় কৌশলগত পরিকল্পনার অংশ হিসেবে আমাদের পরবর্তী লক্ষ্য হলো ৯৫-৯৫-৯৫ লক্ষমাত্রা অর্জন করা।

 

তিনি বলেন, কুয়েত স্বেচ্ছামূলক পরীক্ষা, কাউন্সেলিং সেবা প্রসারিত করছে। পাশাপাশি অত্যাধুনিক চিকিৎসার ব্যবস্থা করছে।

 

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জনস্বাস্থ্য বিভাগ ও সংক্রামক রোগ হাসপাতালে বিদ্যমান সুবিধার পরিপূরক আহমদী স্বাস্থ্য জেলায় তৃতীয় ক্লিনিক খুলেছে। এই ক্লিনিকগুলো গোপনীয় পরীক্ষা ও কাউন্সেলিং প্রদান করে।

আরও পড়ুন