Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের প্রতিবাদে মমেকে শিক্ষার্থীদের বিক্ষোভ

Main Image

ইসকনের সন্ত্রাসীদের হামলায় নিহত শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের প্রতিবাদে ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা


ইসকনের সন্ত্রাসীদের হামলায় নিহত শহীদ সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের প্রতিবাদে ময়মনসিংহ মেডিকেল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ময়মনসিংহ মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বুধবার (২৭ নভেম্বর) দিবাগত রাতে মিছিল নিয়ে তারা ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। পরে প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

 

এ সময় ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ইমরান হোসেন তার বক্তব্যে বলেন, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার উগ্রবাদী নেতা চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীরা হামলা চালিয়ে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে খুন করে। সন্ত্রাসী সংগঠন ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা এবং এডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি। 

 

অন্য বক্তারা বলেন, একটি গোষ্ঠী পতিত স্বৈরাচারের পক্ষ নিয়ে বাংলাদেশকে অস্থির করার জন্য ক্রমাগতভাবে দুরভিসন্ধি ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বাংলাদেশকে অস্থির করে তুলতে চায়।

আরও পড়ুন