Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ধূমপানের বিরুদ্ধে ব্যাপক কড়াকড়ির সিদ্ধান্ত যুক্তরাজ্যের

Main Image

ধূমপানের বিরুদ্ধে ব্যাপক কড়াকড়ির সিদ্ধান্ত যুক্তরাজ্যের


ধূমপানের বিরুদ্ধে ব্যাপক কড়াকড়ির সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাজ্য সরকার। স্থানীয় সময় মঙ্গলবার (২৬ নভেম্বর) এ সংক্রান্ত বিলের ওপর ভোটাভুটি হয় ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে। বুধবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য প্রকাশ করেছে। 

 

প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ বিতর্কের পর ‘টোব্যাকো এন্ড ভেপস’ বিলের পক্ষে ভোট দেন ৪১৫ জন আইনপ্রণেতা। ৪৭ জন অবস্থান নেন বিপক্ষে।

 

বিলটিতে বলা হয়েছে, ব্রিটেনে ১৫ বছরের কম বয়সী কেউ সিগারেট বা ভেপ কিনতে পারবে না। ভেন্ডিং মেশিন থেকে ভেপ বিক্রি এবং ভেপের বিজ্ঞাপন নিষিদ্ধের কথাও বলে হয়েছে। এছাড়াও বাবল গাম বা কটন ক্যান্ডির মতো ফ্লেভার ব্যবহার করা যাবে না ভেপে। যেগুলো শিশু ও তরুণদের মধ্যে চাহিদা তৈরি করতে পারে।

 

এছাড়াও প্যাকেজিংয়েও আনতে হবে উল্লেখযোগ্য পরিবর্তন। বেশিরভাগ আইনপ্রণেতার সমর্থন পাওয়ায় পরবর্তী ধাপে উঠবে বিলটি। বিগত কনজারভেটিভ সরকারও উদ্যোগ নিয়েছিল ধুমপানমুক্ত প্রজন্ম তৈরির। তবে সরকার পরিবর্তন প্রক্রিয়ায় আর আইনে রূপ পায়নি।।

আরও পড়ুন