বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ও এমিরেটাস চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ
ওষুধের বিজ্ঞাপনে নিজ নামে প্রচারিত ভিডিও সাক্ষাৎকারকে সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া বলে মন্তব্য করেছেন বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ও এমিরেটাস চিকিৎসক অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ। শনিবার (২৩ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে শেয়ার করা স্ট্যাটাসে এ কথা বলেন তিনি। একইসাথে অনলাইনে বোমা মেরে গাড়ি উড়িয়ে দেওয়ার গুজব ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে অধ্যাপক ডা. এবিএম আবদুল্লাহ বলেন, ‘সম্প্রতি আমার নামে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে Cardio Fit নামে ওষুধ সম্পর্কে আমার সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে যা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া। এ ব্যাপারে কেউ যেন বিভ্রান্ত না হন।
আরেকটি বিভ্রান্তকর খবর প্রচার করা হয়েছে যে আমার ব্যবহৃত গাড়িটি বোমা মেরে উড়িয়ে দেয়া হয়েছে, এটাও সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুয়া খবর। আমি সম্পূর্ণ সুস্থ আছি।’
আরও পড়ুন