Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


ফিজিওথেরাপিস্টদের আন্দোলন স্থগিত

Main Image

মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বৃহস্পতিবার দিনভর অনশন কর্মসূচি করে সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদ (ফাইল ছবি)


স্বাস্থ্য অধিদপ্তরের আলোচনার আশ্বাসে দুই দিনের জন্য আন্দোলন স্থগিত করেছেন সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এডিজির সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদের নেতারা। 

 

এরআগে, বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি দ্রুত বাস্তবায়ন ও সব সরকারি হাসপাতালে প্রথম শ্রেণির পদে নিয়োগের দাবিতে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে বৃহস্পতিবার দিনভর অনশন কর্মসূচি করে সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদ। 

 

আন্দোলনকারী শীক্ষার্থীরা জানান, সম্মিলিত ফিজিওথেরাপি শিক্ষার্থী পরিষদের ব্যানারে আমরণ অনশন কর্মসূচি শুক্রবার এবং শনিবার স্থগিত করা হয়েছে। 

 

তারা জানান, আজ আমাদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি। এতে সিদ্ধান্ত হয় আগামী রোববার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের উপস্থিতিতে আলোচনা হবে। এরপর আমাদের সব দাবির বিষয়ে তথ্যসহ তারা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠাবেন। এছাড়া স্বাস্থ্য উপদেষ্টা আমাদের সঙ্গে কবে সাক্ষাৎ করবেন সেটির সিদ্ধান্ত তারা জানিয়ে দেবেন।

আরও পড়ুন