Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ক্যান্সার ইন্সটিটিউট ও হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ

Main Image

ডা. মো. জাহাঙ্গীর কবীর


জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতালের পরিচালক হিসেবে নিয়োগ লাভ করলেন প্রতিষ্ঠানটির সার্জিক্যাল অনকোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর কবীর।

 

বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-১ শাখার উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ দেয়া হয়েছে। 

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলী/পদায়নকৃত কর্মকর্তাকে আগামী ৫ কর্মদিবসের মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদান করতে হবে। অন্যথায় পরবর্তী কর্মদিবস হবে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।  

 

উল্লেখ্য, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল (এনআইসিআরএইচ) একটি শক্তিশালী এবং গতিশীল পরিবেশ সরবরাহ করে এবং ক্যান্সার রোগী ব্যবস্থাপনা, শিক্ষা এবং গবেষণার জন্য নিবেদিত প্রশিক্ষিত পেশাদাররা চিকিৎসক এবং কর্মচারীদের দ্বারা পরিচালিত। এটি দেশের একমাত্র তৃতীয় স্তরের চিকিৎসা কেন্দ্র, যা বহুমাত্রিক ক্যান্সার রোগী চিকিৎসার কাজে নিয়োজিত। 

 

প্রজ্ঞাপনটি দেখতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন