Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


ঢামেক হাসপাতালে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

Main Image

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত র‌্যালি


সারাবিশ্বের মতো বাংলাদেশেও বৃহস্পতিবার (১৪ নভেম্বর) পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। এ উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

 

এদিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রাঙ্গন থেকে র‌্যালি বের করা হয়। এরপর জরুরি বিভাগ, প্রশাসনিক ব্লক, বহির্বিভাগ, হাসপাতাল ভবন ২ ও ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গনে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করানো হয়।

 

এ সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলমসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ১৯৯১ সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন (আইডিএফ) ১৪ নভেম্বর তারিখটিকে ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ হিসেবে ঘোষণা করে। ২০০৭ সাল থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির অনুরোধে বাংলাদেশ সরকার ১৪ নভেম্বর ‘বিশ্ব ডায়াবেটিস দিবস’ পালনের জন্য জাতিসংঘে প্রস্তাব করে। ২০০৬ সালের ২০ ডিসেম্বর জাতিসংঘে এ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

আরও পড়ুন