Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


নামের আগে ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের শুনানি আজ

Main Image

হাইকোর্ট


নামের আগে ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের ওপর আজ রোববার (১০ নভেম্বর) দুপুরে হাইকোর্টে শুনানি অনুষ্ঠিত হবে। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের বেঞ্চে এ শুনানি হওয়ার কথা রয়েছে। 

উল্লেখ্য, ২০১৩ সালে ডিএমএফ ডিগ্রিধারী সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসারদের (স্যাকমো) কয়েকজন বিএমডিসি আইনকে অবজ্ঞা করে নামের আগে ডাক্তার পদবী ব্যবহার করার জন্য আদালতে একটি অযৌক্তিক, আইন বিরোধী রিট দায়ের করেন। এরপর বার বার শুনানির দিন পেছানো হয়েছে। 

 

এদিকে, দীর্ঘদিনেও জনগুরুত্বপূর্ণ রিটের নিস্পত্তি না করায় ক্ষোভ প্রকাশ করেছেন বিএমডিসির রেজিস্টার্ড চিকিৎসকরা। তারা জানান, গত ৫ নভেম্বর ৬৯তম বার এসে রিটটির শুনানি হয়। কিন্তু এদিনও শুনানি অসমাপ্ত রেখে তা আবারো পিছানো হয়। এভাবে জনগুরুত্বপূর্ণ একটি বিষয়কে বারবার পেছানোর মধ্য দিয়ে এ দেশের মানুষকে সঠিক স্বাস্থ্য সেবা প্রাপ্তির মৌলিক ও রাষ্ট্রীয় অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে বলে মনে করছেন বিএমডিসির রেজিস্টার্ড চিকিৎসকরা।

আরও পড়ুন