Ad
Advertisement
Doctor TV

শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬


নতুন পরিচালক পেল শেবাচিম ও রমেক হাসপাতাল

Main Image

জনপ্রশাসন মন্ত্রণালয়


বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের পরিচালক পদে নতুন কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ নিয়োগ আদেশ দেয়া হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর (সেনাবাহিনী) নিম্নবর্ণিত কর্মকর্তাদেরকে বদলিপূর্বক নামের পাশে বর্ণিত পদে প্রেষণে নিয়োগে তাঁদের চাকরি সংশ্লিষ্ট বিভাগে ন্যস্ত করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 

এরমধ্যে শেবাচিম হাসপাতাল পরিচালক পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর এবং রমেক হাসপাতালের পরিচালক পদে বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান।

আরও পড়ুন