Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


আর্মি মেডিকেল কোরের রিক্রুট ব্যাচ-২০২৪ এর প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত

Main Image

টাঙ্গাইলের ঘাটাইলের আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএমসিসিএন্ডএস) রিক্রুট ব্যাচ-২০২৪ এর ‘সেনাবাহিনীর প্রধান কুচকাওয়াজ’ অনুষ্ঠানে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন প্রধান অতিথি


টাঙ্গাইলে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোরের রিক্রুট ব্যাচ-২০২৪ এর প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ নভেম্বর) টাঙ্গাইলের ঘাটাইলের আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএমসিসিএন্ডএস) এই অনুষ্ঠান আয়োজন করা হয়।  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া মেজর জেনারেল হুসাইন মুহাম্মদ মাসীহুর রহমান। নান্দনিক ও চৌকস প্যারেডের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করলেন আর্মি মেডিকেল কোরের সৈনিকরা।

 

প্রধান অতিথি বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় এ বাহিনীর অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানান। সেইসঙ্গে দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন।

 

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা, জেসিও, অন্যান্য পদবির সৈনিক ও আমন্ত্রিত অতিথিরা এবং প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে কুচকাওয়াজ উপভোগ করেন।

আরও পড়ুন