Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫


নতুন অধ্যক্ষের অপসারণের দাবিতে রংপুর মেডিকেলে কমপ্লিট শাটডাউন ঘোষণা

Main Image

রংপুর মেডিকেল কলেজে (রমেক) নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমানকে অপসারণের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি ও কমপ্লিট শাটডাউনের ঘোষণা


রংপুর মেডিকেল কলেজে (রমেক) নতুন নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. মাহফুজার রহমানকে অপসারণের দাবিতে দুই ঘণ্টা কর্মবিরতি ও কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেয়া হয়েছে। রোববার (৪ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক ও কর্মচারীর ব্যানারে এ ঘোষণা দেয়া হয়।


আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক শরিফুল ইসলাম মন্ডল এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অধ্যক্ষ মাহফুজার রহমানকে অব্যাহতি দেয়া না হলে মঙ্গলবার থেকে দুই ঘণ্টা করে ইনডোর ও আউটডোর সেবা বন্ধ থাকবে। আর বুধবার কমপ্লিট শাটডাউন থাকবে।’

 

আন্দোলনকারীদের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কলেজে ছাত্রলীগকে সঙ্গে নিয়ে দমন-নিপীড়ন করেছেন। আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের ময়নাতদন্তের রিপোর্ট বিকৃতির চেষ্টা করেছেন মাহফুজার রহমান।

 

উল্লেখ্য, গত ৩১শে অক্টোবর নতুন অধ্যক্ষ হিসেবে মাহফুজার রহমান নিয়োগ পান। সেদিন থেকেই তার অপসারণে আন্দোলন করছেন তারা।

আরও পড়ুন