Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


চমেক হাসপাতালে খাবার পানির প্ল্যান্ট চালু

Main Image

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করলো মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন


চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা করলো মানবিক সংগঠন আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে দূরদূরান্ত থেকে আগত রোগী ও স্বজনদের জন্য পানির প্ল্যান্ট স্থাপনের মাধ্যমে এই পানির ব্যবস্থা করা হয়েছে।

 

প্লান্টির উদ্বোধন করেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মোহাম্মদ তসলিম উদ্দিন। এ সময় হাসপাতালের রোগী কল্যাণ সমিতির সহ-সভাপতি ও ফাউন্ডেশনের উপদেষ্টা ডা. তৈয়ব সিকদার, রোগী কল্যাণ সমিতির সমাজসেবা অফিসার অভিজিৎ সাহা উপস্থিত ছিলেন।
 

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, দূর দূরান্ত থেকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রতিদিন হাজার হাজার রোগী এসে থাকে। এতোদিন তাদের জন্য বিশুদ্ধ পানির কোন ব্যবস্থা ছিল না। এখন থেকে পানির জন্য তাদের আর হাহাকার করতে হবে না।

 

ফাউন্ডেশনের সম্মানিত দাতাগণের সহায়তায় স্থাপিত ও ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় পরিচালিত এ প্রকল্পে সহযোগীতায় আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ রোগী কল্যাণ সমিতি।
 

উল্লেখ্য, আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় ও পরিচালনায় আধুনিক লাশ গোসলখানা "শেষ স্পর্শ" চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কেন্দ্রীয় মসজিদের পাশে পরিচালিত হয়ে আসছে। যাতে গরীব অসহায়দের কাফন সহ সম্পূর্ণ বিনামূল্যে গোসলের ব্যবস্থা রয়েছে।

 

আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ২০০৬ সাল থেকে কার্যক্রম শুরু করে। এরপর থেকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে শিক্ষা, স্বাস্থ্য, খাদ্যসহ বিভিন্ন ধরণের মানবিক সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ফাউন্ডেশনটি।  

আরও পড়ুন