Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা দিতে ঢাকায় থাইল্যান্ডের মেডিকেল টিম

Main Image

জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের বিনামূল্যে মেডিকেল পরামর্শ প্রদানের জন্য থাইল্যাণ্ডের ব্যাংককের ভেজথানি হাসপাতালের তিনজন ডাক্তারসহ ছয়জনের একটি টিম ঢাকায় এসেছেন


জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের বিনামূল্যে মেডিকেল পরামর্শ প্রদানের জন্য থাইল্যাণ্ডের ব্যাংককের ভেজথানি হাসপাতালের তিনজন ডাক্তারসহ ছয়জনের একটি টিম ঢাকায় এসেছেন। তারা বুধবার (৩০ অক্টোবর) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে আন্দোলনে আহত রোগীদের খোঁজ নেন। 

 

এ বিষয়ে নিটোরের পরিচালক ডা. কাজী শামীম উজজামান জানান, থাইল্যান্ড থেকে আসা চিকিৎসকদল ৫৭ জন রোগীর সবাইকে দেখেছেন। তাদের মধ্যে ১৫ জন গুরুতর আহত রোগীর স্নায়ু এবং জয়েন্টের আঘাতের ওপর বিশেষ মনোযোগ দেওয়া হয়েছে। নার্ভের আঘাতের রোগীর জন্য তাদের পরিকল্পনা হলো অপেক্ষা করা এবং চার সপ্তাহের ব্যবধানে পর্যবেক্ষণ করা। রিপোর্টের ওপর নির্ভর করে পরবর্তী অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বাকি রোগীদের সম্পর্কে তারা আমাদের চলমান চিকিৎসা প্রটোকলের সঙ্গে একমত।

 

ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের যুগ্ম পরিচালক ডা. মো. বদরুল আলম বলেন, আগামীকাল তারা প্রত্যেক রোগীর প্রতিবেদন দেবেন। এছাড়া সামগ্রিকভাবে আমাদের চিকিৎসা ব্যবস্থায় সন্তুষ্ট।

আরও পড়ুন