Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


স্যার সলিমুল্লাহ মেডিকেলে সিরাত সেমিনার অনুষ্ঠিত

Main Image

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) মিলনায়তনে ১৮ বছর পর সিরাত সেমিনার ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত


রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (এসএসএমসি) মিলনায়তনে ১৮ বছর পর সিরাত সেমিনার ও নাশিদ সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

 

সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল ওয়াদুদ জামে মসজিদের খতিব শাইখ সাদিকুর রহমান আল আজহারী ও মসজিদুল জুম্মা কমপ্লেক্স পল্লবীর খতিব আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। এতে সভাপতিত্ব করেন কলেজের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাকির হোসাইন। অনুষ্ঠানের শুরুতে আলোচকদের হাতে ক্রেস্ট তুলে দেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজহারুল শাহিন।

 

পরবর্তীতে নাশিদ সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী ওবায়দুল্লাহ তারেক ও মোহাম্মদ রাশেদুল ইসলামসহ ক্যাম্পাসের অন্যান্য শিল্পীরা।

 

সেমিনারে পাঁচ শতাধিক সাধারণ ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। ১৮ বছর পর এই প্রথম সিরাত সেমিনার অনুষ্ঠিত হওয়ায় কলেজের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাসহ সর্বমহলে প্রশংসিত হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ।

অনুষ্ঠানে চিকিৎসা ব্যবস্থার প্রতি মানুষের বিরূপ মনোভাব কাটাতে কয়েকটি বিষয়ের ওপর দৃষ্টি আকর্ষণ করে, পেশায় দক্ষতা অর্জনের গুরুত্ব তুলে ধরেন শায়খ আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ। রোগীর মনের ভাষা উপলব্ধি করে স্বাস্থ্যসেবা দেওয়ার পরামর্শ দেন তিনি। এক্ষেত্রে যেন রোগীর প্রতি কোন অবহেলা না হয় সে দিকে সজাগ থাকার পরামর্শ দেন এই ধর্মীয় আলোচক। 

আরও পড়ুন