Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


বৈষম্যের শিকার চিকিৎসকরা পদায়নে অগ্রাধিকার পাবেন: স্বাস্থ্যের ডিজি

Main Image

বুধবার (২৩ অক্টোবর) সকালে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে দেখতে যান স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর


বিগত সরকারের শাসনামলে বৈষম্যের শিকার চিকিৎসকরা পদায়নের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন বলে সাফ জানিয়ে দিলেন স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মো. আবু জাফর। বুধবার (২৩ অক্টোবর) সকালে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের জাতীয় বার্ন ইনস্টিটিউটে দেখতে যান মহাপরিচালক। সেখানে গিয়ে এ কথা বলেন তিনি।

 

অধ্যাপক ডা. আবু জাফর বলেন, নানা সমস্যায় জর্জরিত স্বাস্থ্য খাত। এ খাত এমন পর্যায়ে এসেছে যে এখন সংস্কার প্রায় অসম্ভব। এটাকে ভেঙে পুনরায় ঢেলে সাজাতে হবে। আমি গত কিছুদিন হলো দায়িত্ব নিয়েছি, আমি চেষ্টা করব স্বৈরাচার সরকারের শাসনামলে বৈষম্যের শিকার চিকিৎসকরাই যেন পদায়নে অগ্রাধিকার পায়।

 

গত ১৯ অক্টোবর স্বাস্থ্য অধিদপ্তরের নবনিযুক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে চিকিৎসাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত রোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সার্বিক চিকিৎসা অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তিনি। এসময় তিনি সংশ্লিষ্ট চিকিৎসক ও অন্য কর্মকর্তাদের সঙ্গে আহতদের স্বাস্থ্য অবস্থা নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন