Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং তদন্তে কমিশন গঠন

Main Image

উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে র‍্যাগিং


দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আবাসিক হলগুলোতে নির্যাতন বা র‍্যাগিংয়ের বিষয়ে তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি মো. মিফতাহ উদ্দীন চৌধুরীর নেতৃত্বে একটি কমিশন গঠন করেছে সরকার। একই সঙ্গে নির্যাতন বা র‍্যাগিং বন্ধে এ কমিশন সরকারকে সুপারিশ দেবে। উচ্চ আদালতের আদেশ অনুযায়ী এক সদস্যের এ তদন্ত কমিশন গঠন করে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নবগঠিত কমিশন ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, সরকার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর-১০৯০২/২০১৯ এর গত ৩ সেপ্টেম্বরের আদেশ অনুযায়ী ‘দ্য কমিশনস অব ইনকয়ারি অ্যাক্ট ১৯৫৬’ এ দেওয়া ক্ষমতাবলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে সংঘটিত নির‍্যাতন/র‍্যাগিংয়ের বিষয়ে তদন্তপূর্বক প্রতিবেদন প্রদান ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে এবং বাংলাদেশের অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নির‍্যাতন/র‍্যাগিং বন্ধের জন্য সুনির্দিষ্ট সুপারিশ দিতে অবসরপ্রাপ্ত বিচারপতি মো. মিফতাহ উদ্দীন চৌধুরীর সমন্বয়ে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিশন গঠন করলো।

আরও পড়ুন