Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫


খুমেক হাসপাতালের ৩ ইন্টার্ন চিকিৎসককে বিভিন্ন মেয়াদে শাস্তি

Main Image

খুমেক হাসপাতালের শাস্তি পাওয়া তিন ইন্টার্ন চিকিৎসক ডা. শাহিনুর ইসলাম, ডা. মাহফুজুর রহমান তুফান ও ডা. ফুয়াদ আহমেদ


বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান এবং ভয়-ভীতি প্রদর্শন করাসহ নানা অভিযোগে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ইন্টার্ন হোস্টেলে ৩ জন ইন্টার্ন চিকিৎসককে আজীবনের জন্য নিষিদ্ধসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সম্প্রতি খুমেক হাসপাতালের পরিচালক ডা. গৌতম কুমার পাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শাস্তি পাওয়া তিন ইন্টার্ন চিকিৎসক হলেন, ডা. শাহিনুর ইসলাম, ডা. মাহফুজুর রহমান তুফান ও ডা. ফুয়াদ আহমেদ।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ইন্টার্ন ডক্টরস ফোরাম (আইডিএফ) খুমেক হাসপাতালের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাধারণ শিক্ষার্থী, খুমেকের অভিযোগের প্রেক্ষিতে সহকারী পরিচালক ডা. নিয়াজ মুস্তাফি চৌধুরী স্মারক নম্বর- খুমেকহাস: অফিস বা তদন্ত বোর্ড গঠন, ২০২৪/৩৭০৭(৭)  ২২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে ৩ সদস্যের তদন্ত কমিটি ঘোষনা করে।

 

অপরাধের সংখ্যা, বিস্তৃতি, গভীরতা, পরবর্তীতে বিচারকার্যকে প্রভাবিত করার চেষ্টা করা ইত্যাদি বিষয় বিবেচনা করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পর্ষদকে নিম্নোক্ত শাস্তি কার্যকর করার জন্য আদেশ করা হলো।

 

শাস্তি পাওয়া ৩ ইন্টার্ন চিকিৎসকের মধ্যে ডা. শাহিনুর ইসলামকে ১৮ মাসের জন্য ইন্টার্ন হোস্টেলে আজীবন নিষিদ্ধসহ বহিষ্কার করা হয়েছে। এছাড়াও ডা. মাহফুজুর রহমান তুফানকে ১২ মাসের জন্য বহিষ্কার এবং ডা. ফুয়াদ আহমেদকে ৪ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

 

এছাড়া ডা. রিফাত খানের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছিল, তবে শাস্তি যোগ্য অপরাধ প্রমাণিত না হওয়ায় তাঁকে কোনো শাস্তি দেওয়া হয়নি।

আরও পড়ুন